আমরণ অনশন করবেন নন-এমপিও শিক্ষকরা
প্রকাশিত : ১৬:৫৭, ২৯ ডিসেম্বর ২০১৭
এমপিওভুক্তির দাবি আদায়ে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশন। শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহামুদুন্নবী এ ঘোষণা দেন।
গোলাম মাহামুদুন্নবী বলেন, আমরা দাবি আদায়ে অনড়। আমাদের দাবি-দাওয়া আদায়ের জন্য চারদিন ধরে আন্দোলন করছি। শনিবার থেকে আমরণ অনশন কর্মসূচিতে যাব।
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে সারাদেশ থেকে শিক্ষক-কর্মচারীরা জাতীয় প্রেসক্লাবের সামনে ২৬ ডিসেম্বর থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন।
সংগঠনটির নেতারা বলেন, দাবি আদায়ে চার দিন ধরে আন্দোলন করেও সংশ্লিষ্টদের কোনো সাড়া না পেয়ে বাধ্য হয়ে এ কর্মসূচি নেওয়া হয়। তারা জানান, আগামী ১ জানুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণেও অংশ নেবেন না।
একে//এসএইচ
আরও পড়ুন